বাউফলের ইউএনওকে অপসারনের দাবিতে ডিসিকে স্মারকলিপি

|

পটুয়াখালী (বাউফল) করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে, বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংবাদ সম্মেলনে ইউএনও’র নির্দেশে আনসার ও স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এছাড়া, ইউএনওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ আনা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ইউএনও আমিনুল ইসলানের অপকর্মের বিষয় প্রশাসনের নিরবতা উদ্বেগজনক।

এ বিষয়ে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

গত রোববার ইউএনও আমিনুল ইসলামের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন ডাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় বহিরাগতদের হামলা ও আনসার সদস্যদের বাধায় পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলনটি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply