Site icon Jamuna Television

আইপিএলে নতুন চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় লাভের পর এই অর্থ পায় তারা।

এর আগে, আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮ লাখ রুপি। যা এবার ২০২৫ সালে ১৮তম আসরে এসে ১৫ কোটি ২ লাখ রুপি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে।

অপরদিকে, এবারের আইপিএলের মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ প্রদান করা হয়। যার মধ্যে রানার্স আপ দল পাঞ্জাব পেয়েছে ১৩ কোটি রুপি। আর চ্যাম্পিয়ন দল আরসিবি পেয়েছে ২০ কোটি রুপি।

যে দুটি দল প্লে–অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে, তারাও পেয়েছে যথাক্রমে ৭ কোটি ও সাড়ে ৬ কোটি রুপি অর্থ পুরস্কার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের প্রাইজমানিকে ঘিরে সবসময়ই মানুষের আগ্রহ তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে প্রথমবারের মতো শিরোপা পেয়ে, এবার সবার মন জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

/এএইচএম

Exit mobile version