ভাঙ্গা (ফরিদপুর) করেসপনডেন্ট:
ফরিদপুর ভাঙায় বাস-মাহিন্দ্রার সংঘর্ষে পিতা পুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন।
বুধবার (৪ জুন) সকালে বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান।
নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের পুত্র মিজানুর মাতুব্বর(৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার পুত্র মনির সর্দার(৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তার মিয়া(৫০) ও অজ্ঞাত (৪৫)।
পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকা গামী একটি পরিবহণ বাসের সঙ্গে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি থ্রী হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার ৫ যাত্রী নিহত ও ৪ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটকের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
/এসআইএন
Leave a reply