Site icon Jamuna Television

ঈদ উপলক্ষে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ

ঈদের দিনসহ এর আগে ৭ দিন এবং পরে ৫ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ বুধবার (৩ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও বলা হয়, এ প্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক অফিস আদেশ জারি করে জানানো হয়েছে যে, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যানবাহন চলাচলের সুবিধার্থে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।

/এসআইএন

Exit mobile version