Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং

সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসনের মাধ্যমে অপসারণের পর আগাম নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার উদারপন্থি নেতা লি জায়ে মিয়ং। যদিও তিন বছর আগে, সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। এতে দেশটির রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু-কে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন বামপন্থী প্রার্থী লি জায়ে মিয়ং। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সব ভোট গণনার পর দেখা যায়, বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী লি ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন সু পান ৪১ দশমিক ১৫ শতাংশ ভোট।

বিশ্লেষকদের মতে, নতুন প্রেসিডেন্ট লি’র সামনে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোরিয়ার শুল্কনীতি ও নিরাপত্তা ইস্যুতে আলোচনার প্রয়োজন রয়েছে। অপরদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকলেও, ওয়াশিংটন কিছু সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে গুঞ্জন উঠেছে।

এর আগে, লি জে-মিয়ং অতীতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তবে নির্বাচনী প্রচারে এবার কিছুটা নমনীয় অবস্থান নিয়েছিলেন তিনি। একইসাথে তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পক্ষে, যা ওয়াশিংটনের সাথে সম্পর্কের জটিলতা বৃদ্ধি করতে পারে বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের।

অপরদিকে, নির্বাচনে জয়ের পর দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ং। কঠিন এই পরিস্থিতিতে দেশটির ক্ষমতায় বসে আদর্শগত যুদ্ধের পরিবর্তে শান্তি ও ঐক্যের পরিবেশ তৈরি করবেন, এমনটাই আশা দেশটির সাধারণ নাগরিকদের।

/এএইচএম

Exit mobile version