Site icon Jamuna Television

এক সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা কার্যক্রম শুরু

এক সপ্তাহ পর ঢাকার আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। বুধবার (৪ জুন) সকালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টার দিকে হাসপাতালে জরুরি বিভাগে রোগীদের সেবা দেয়া শুরু হয়েছে। তবে রোগীর চাপ অনেক বেশি। অনেক রোগী লম্বা সিরিয়ালের কারণে ডাক্তার না দেখিয়ে বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। যারা থাকছেন, তাদেরকে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালু হয়েছে। যাদের লম্বা সময় সেবার প্রয়োজন আছে, তাদেরও এ মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে।

উল্লেখ্য, গত বুধবার চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের মারামারি-সংঘর্ষের পর হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।

/এসআইএন

Exit mobile version