Site icon Jamuna Television

রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট

রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো ধীরে ধীরে জমতে শুরু করছে। কোরবানি উপলক্ষ্যে ঢাকায় গরুর আমদানীও হয়েছে অনেক।

বুধবার (৪ মে) সকালে রাজধানীর কমলাপুর হাটে প্রচুর পরিমাণে গরুর দেখা পাওয়া গেছে। তবে, এ হাটে বড় গরুর তুলনায় ছোটো গরুর সংখ্যাই বেশি চোখে পড়েছে।

হাটের নির্ধারিত স্থান পার করে মূল সড়কেও বসেছে হাট। দুই থেকে আড়াই মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত।

পাইকারদের দাবি, হাটে গরু থাকলেও খুব একটা ক্রেতা নেই। অপরদিকে ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় কিছুটা বেশি দাম চাচ্ছেন পাইকাররা।

/এমএইচ

Exit mobile version