‘অভ্যন্তরীণ কোন্দলের সমাধান না করে সরকার এডিবি-বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন করছে’

|

পল্লী বিদ্যুৎ সমিতি ও পল্লী বিদ্যুৎ বোর্ডের অভ্যন্তরীণ কোন্দলের সমাধান না করে অন্তর্বর্তী সরকার এডিবি-বিশ্বব্যাংকের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে দাবি করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৪ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

তিনি বলেন, এডিবি ও বিশ্বব্যাংকের পরামর্শে বিদ্যুৎ-জ্বালানি খাতে চলমান সংস্কারের উদ্দেশ্য মূলত বেসরকারিকরণ। এই মন্ত্রণালয়ে বর্তমানে ৭৫টির মত কোম্পানি আছে। প্রতিটি কোম্পানি লাভজনক ও পর্যাপ্ত অর্থের মালিক। তারপরও ব্যাংক থেকে সুদে টাকা ধার নিয়ে সেসব কোম্পানি চালানো হয়।

পল্লী বিদ্যুতকে একই কাঠামোয় নেয়ার প্রস্তাব ক্যাব প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, এডিবি-বিশ্বব্যাংক এমন ভাবলেও সরকারের তেমনটি ভাবার সুযোগ নেই। এই সমস্যার একমাত্র সমাধান আরইবি এবং পিবিএসকে এক ও অভিন্ন চাকরিবিধির আওতায় আনা বলেও দাবি করেন এম শামসুল আলম।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply