Site icon Jamuna Television

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করলো ‘ব্রুকের’ ইংল্যান্ড

পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ব্যর্থতার পর পদত্যাগ করেছিলেন তখনকার অধিনায়ক জস বাটলার। এরপর এপ্রিলে হ্যারি ব্রুককে আনুষ্ঠানিকভাবে সাদা বলের নতুন ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্থায়ী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম সিরিজেই বাজিমাত করলেন ব্রুক। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে ধবলধোলাইয়ের স্বাদ পেলেন তিনি।

ওভালে টস জিতে ক্যারিবীয়দের আগে ব্যাটিংয়ে পাঠান ব্রুক। উইন্ডিজের স্কোর যখন ১৫ ওভারে ৩ উইকেটে ৮৩, তখন হানা দেয় বৃষ্টি। এরপর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪০ ওভারে। রাদারফোর্ডের ৭১ বলে ৭০, গুদাকেশ মোতির ৫৪ বলে ৬৩ ও আলজারি জোসেফের ২৯ বলে ৪১ রানে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়ায় ২৫১/৯।

তাড়া করতে নেমে জয় পেতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ মাত্র ২৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার বেন ডাকেটের ব্যাট থেকে এসেছে ৪৬ বলে ৫৮। রানের এই গতি বজায় রাখেন পরবর্তী ব্যাটাররা। জো রুট করেন ৪৯ বলে ৪৪, বাটলার করেন ২০ বলে অপরাজিত ৪১।

দল যখন জয়ের বন্দরে পৌঁছে যায়, ব্রুক তখন ২৬ রানে অপরাজিত। ৬২ বল বাকি থাকতে ৭ উইকেটের সহজ জয় পায় ইংল্যান্ড। এতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করলো স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ শেষে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী শুক্রবার (৬ জুন) চেস্টার-লি-স্ট্রিটে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি।

/এএম

Exit mobile version