অতিরিক্ত বাস ভাড়া আদায়, আব্দুল্লাহপুরে গ্রেফতার ২ 

|

রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন– আমিরুজ্জামান লিমন (৩২) ও বোরহান উদ্দিন (৩০)।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সেনাবাহিনী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply