Site icon Jamuna Television

আবারও ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে জানানো হয়, এদিন তেলআবিব ও এর আশপাশে শোনা যায় সতর্কতা সাইরেন। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সোমবার ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে।

এর আগে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলে হামলার পর থেকে তাদের সমর্থনে বারবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

অপরদিকে, ইসরায়েলও হামলার প্রতিশোধ হিসেবে ইয়েমেনের রাজধানী সানার বন্দর এবং বিমানবন্দরেও একাধিক হামলা চালিয়েছে।

/এএইচএম

Exit mobile version