Site icon Jamuna Television

সমুদ্র সৈকত, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত ফ্রান্সের

সমুদ্র সৈকত, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি স্থানে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। জুলাইয়ের এক তারিখ থেকে এ সংক্রান্ত বিধিনিষেধ জারি হবে বলে জানিয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

ফ্রান্স সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পার্ক, সমুদ্র সৈকত, স্কুলের আশেপাশে, বাসস্টপ, খেলাধুলার মাঠসহ সব ধরনের খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হবে। বিশেষত যেসব স্থানে শিশুদের চলাচলের সম্ভাবনা থাকে, সেইসব স্থানে আইনটি কঠোরভাবে প্রয়োগ করা হবে। আইনটি অমান্য করলে ১৩৫ ইউরো জরিমানা গুণতে হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

তবে ইলেকট্রনিক সিগারেট বা ভ্যাপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটি। বিশ্লেষকদের মতে, শিশুদের স্বাস্থ্যগত সুরক্ষাকে প্রাধান্য দিতেই এ ধরনের বিধান প্রণয়ন করতে যাচ্ছে ইউরোপীয় দেশটি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধূমপানজনিত কারণে ফ্রান্সে গড়ে প্রতিদিন প্রাণ হারান ২শ’ মানুষ। এর আগে, গত বছর ধূমপানের ওপর কড়াকড়ি আরোপ করে আরেক ইউরোপীয় দেশ যুক্তরাজ্য।

/এএইচএম

Exit mobile version