Site icon Jamuna Television

কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিলো ফিফা

বাংলাদেশি পাসপোর্টের পর এবার ফিফার অনুমোদন পেলেন কিউবা মিচেল। ফলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকলো না ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলারের।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে কিউবা মিচেলের ছাড়পত্র আসে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সূত্র থেকে জানা গেছে।

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের (১০ জুন) ঠিক আগেই এই সুসংবাদটা পেলো বাংলাদেশ। যদিও ১০ জুনের ম্যাচে তার খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কারণ, প্লেয়ার রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হবে না কিউবার।

সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এখন শুধু এই তরুণ ফুটবলারের অপেক্ষা জাতীয় দলে ডাক পাওয়ার। সিদ্ধান্ত নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার ওপর।

অবশ্য কিউবা মিচেলকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে চায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাকে ছাড়াই ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করে বাফুফে। তাই লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষা অক্টোবর পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে মিচেলের।

এর আগে, দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পান কিউবা মিচেল। গত ২৭ মে বার্মিংহামে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) ছাড়পত্র পাওয়ার পর মিললো ফিফার অনুমোদন।

/এএম

Exit mobile version