Site icon Jamuna Television

দায়িত্ব ছাড়ছেন নিউজিল্যান্ডের সফলতম কোচ স্টিড

গত এপ্রিলে নিউজিল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন গ্যারি স্টিড। টেস্টে কোচের দায়িত্বে থাকবেন কিনা, তা নিয়ে জল্পনা চলেছে বেশ কয়েক দিন। অবশেষে জানা গেলো, ৭ বছরের লম্বা জার্নি শেষে নিউজিল্যান্ডের প্রধান কোচের দ্বায়িত্ব ছাড়ছেন দেশটির ইতিহাসে সবচেয়ে সফল কোচ।

জানা গেছে, নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) চায় তিন সংস্করণের জন্য একজন কোচ নিয়োগ করতে।

২০১৮ সালে মাইক হেসনের স্থলাভিষিক্ত হওয়ার পরের বছরই নিউজিল্যান্ডকে নিয়ে যান ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। নাটকীয় সেই লড়াইয়ে শিরোপা হারালেও ২০২১ সালে তার অধীনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে কিউইরা। এছাড়া, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালসহ মোট তিনটি বৈশ্বিক আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে নিয়ে যান তিনি।

গ্যারি স্টিডের অধীনে ২০২৩ ওয়ানডে ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও খেলে কিউইরা। তবে পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ড জাতীয় দল ছাড়লেও কোচিং পেশাকে এখনই বিদায় বলছেন না ৫৩ বছর বয়সী গ্যারি স্টিড।

/এএম

Exit mobile version