Site icon Jamuna Television

‘একবছরে পরিবেশ দূষণে ৯০ লাখ মানুষের মৃত্যু’

২০১৫ সালে ৯০ লাখ মানুষের মৃত্যুর প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ ছিলো পরিবেশ দূষণ।বৃহস্পতিবার চিকিৎসা বিষয়ক জার্নাল ল্যানসেট’র প্রতিবেদনে এসব জানানো হয়।

বাংলাদেশে রয়েছে সবচেয়ে বেশি মৃত্যুঝুঁকি। পরের অবস্থানেই রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। ল্যানসেট প্রতিবেদনে জানা যায়, সংক্রামক নয় এমন ব্যাধিতে ভুগে ঘটছে মৃত্যু। যার অন্যতম- হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ফুসফুসের ক্যান্সার। মার্কিন গবেষক ফিলিপ ল্যান্ড্রিগানের মতে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে গাড়ির কালো ধোঁয়া আর চুল্লির কাঠ-কয়লার ধোঁয়া থেকে বাড়ছে বায়ুদূষণ। যার কারণে, ২০১৫ সালে ৬৫ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। পানিদূষণের কারণে প্রাণ হারায় বিশ্বের ১৮ লাখ মানুষ। ল্যানসেটের দাবি, কর্মক্ষেত্রে দূষণের কারণে বিশ্বজুড়ে মারা যায় ৮০ হাজারের বেশি শ্রমিক। ১৮৮ দেশের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ল্যানসেট। প্রতিবেদনে বলা হয়, ব্রুনেই ও সুইডেনে দূষণজনিত কারণে সবচেয়ে কম মৃত্যু হয়।

টিবিজেড/

Exit mobile version