Site icon Jamuna Television

বৃহস্পতিবার থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হবে। সেই হিসেবে আজ বুধবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

এর আগে, গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের আগে দুই শনিবার অফিস চালু রাখারও সিদ্ধান্ত হয়। এর ফলে এবার ঈদে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল। ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল।

এদিকে, এরই মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাস, লঞ্চ ও ট্রেনে ঘরমুখো মানুষ বাসায় ফিরে যাচ্ছেন।

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (৪ জুন) থেকে শুরু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের ঈদ স্পেশাল সার্ভিস। যা চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

/এসআইএন

Exit mobile version