সিলেটের জকিগঞ্জে এখনও ঢুকছে পানি, পানিবন্দি অনেক পরিবার

|

কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও প্রবলবেগে পানি ঢুকছে লোকালয়ে। এতে নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন গ্রাম, পানিবন্দি হয়ে পড়েছে অনেক পরিবার।

প্লাবলের ফলে চরম ভোগান্তিতে পড়েছে দুর্গত এলাকার মানুষ। বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে যাচ্ছেন বানভাসীরা।

৫৭টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ৬টিতে অর্ধশতাধিক পরিবার গতরাত পর্যন্ত আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এসব কেন্দ্রে দেয়া হয়েছে ত্রাণ সহায়তা।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ১৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমলেও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply