Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন, দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার (৪ জুন) বিকেল ৪টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এলাকাবাসী ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রংপুর থেকে গরু নিয়ে একটি মিনি ট্রাক ঢাকায় গিয়েছিল। ঢাকায় গরু নামিয়ে দিয়ে বেশ কিছু যাত্রী নিয়ে ফের রংপুরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌছালে যানজটে আটকা পড়ে। এসময়ে হঠাৎ ট্রাকের নিচে থাকা ভূগর্ভস্থ গ্যাসের লিকেজ থেকে ট্রাকের ইঞ্জিনে আগুন ধরে যায়।

এসময় পেছনে থাকা যাত্রী, ট্রাকের চালক ও সহযোগীরা দ্রুত নেমে গিয়ে প্রাণে বেঁচে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের  স্টেশন কর্মকর্তা মো. ইফতেখার রায়হান বলেন, ধারণা করা হচ্ছে যানজটের সময় মিনি ট্রাকটি যেখানে দাঁড়িয়েছিল, তার নিচে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে।

/এটিএম

Exit mobile version