নাটোরে পুলিশ পরিচয়ে ছিনতাই, প্রধান আসামি গ্রেফতার

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পুলিশ পরিচয়ে দুই পান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি জীবন হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে পাবনার ছোট শালগাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জীবন একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকালে রাজশাহী পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের আবুল হোসেন ও একই গ্রামের বেল্লাল হোসেন নাটোরের দত্তপাড়া মোকামে পান নিয়ে আসেন। এরপর দুজনে মিলে এক লাখ ৭৫ হাজার টাকার পান বিক্রি করেন। পরে বাড়ি ফেরার পথে বিকেল চারটার দিকে চাঁদপুর এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে দুজন এসে তাদের গতিরোধ করে। এ সময় তারা পুলিশ পরিচয়ে প্রথমে তাদের পিস্তল দেখায় এবং পরে ছুরি ঠেকিয়ে এক লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়। এরপর দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়।

এদিকে, ছিনতাইয়ের সময়ে ভিডিও ধারণ করে রাখেন পান ব্যবসায়ী বেল্লাল। সেখানে ছিনতাইকারী দুর্বৃত্তদের দেখা যায়। সেদিন সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ বিষয়ে একটি মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় এই মামলার প্রধান আসামি জীবনকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply