Site icon Jamuna Television

প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে ভোট কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করা যাবে

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার সন্ধ্যায় এ নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোটগ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ/ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন। তবে কোনক্রমেই গোপন কক্ষের ছবি সংগ্রহ কিংবা ধারণ করতে পারবেন না; একই সাথে একাধিক মিডিয়ার সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না; ভোটকক্ষের ভেতর হতে কোনভাবেই সরাসরি সম্প্রচার করা যাবে না; ভোটকেন্দ্রের ভেতর হতে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ হতে নিরাপদ দূরত্বে গিয়ে তা করতে হবে। কোনোক্রমেই ভোটগ্রহণ কার্যক্রমে বাধার সৃষ্টি করা যাবে না; সাংবাদিকগণ ভোট গণণা কক্ষে ভোট গণণা দেখতে পারবেন তবো সরাসরি সম্প্রচার করতে পারবেন না; ভোটকক্ষ হতে ফেসবুকসহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না; কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম ব্যাহত হয় এমন সকল কাজ থেকে বিরত থাকবেন; ভোটকেন্দ্রে সাংবাদিকগণ প্রিজাইডিং অফিসারের আইনানুগ নির্দেশ মেনে চলবেন; নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে কোনরূপ হস্তক্ষেপ করতে পারবেন না; কোন প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না; নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের প্রচারণা বা বিদ্বেষমূলক প্রচারণা হতে বিরত থাকবেন; নির্বাচন অনুষ্ঠানের সহায়তার জন্য নির্বাচনী আইন ও বিধি-বিধান মেনে চলবেন।

এর আগে, গত ১৪ ডিসেম্বর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের ভেতর থেকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কিছুটা বাধ্যবাধকতা রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তার আগে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক সভা থেকেও সাংবাদিকদের জন্য একটা নীতিমালা করার প্রস্তাব আসে।

Exit mobile version