Site icon Jamuna Television

প্রিয়জনের সাথে ঈদ উদ্‌যাপনে ঘরমুখো মানুষ, মহাসড়কে গাড়ির চাপ

প্রিয়জনের সাথে ঈদ উদ্‌যাপন করতে বাড়ি ফিরছে মানুষ, রাস্তায় বেড়েছে গাড়ির চাপ।

আজ বৃহস্পতিবার (৫ জুন) উত্তরবঙ্গের বিভিন্ন সড়ক-মহাসড়কে দেখা যায় এ দৃশ্য। যাত্রীদের বিভিন্ন পয়েন্টে পোহাতে হচ্ছে যানজটের ভোগান্তি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, শ্রীপুর, জিরানি ও চন্দ্রায় যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। পুংলী থেকে যমুনা সেতু পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে গাড়ির দীর্ঘসারি। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজ চলমান থাকায় মূলত এই ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে।

অপরদিকে, বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই ট্রাক-পিকআপে রওনা হচ্ছেন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম ও পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের পথেও বেড়েছে যানবাহনের চাপ।

/এএইচএম

Exit mobile version