Site icon Jamuna Television

শেরপুর নয়ানীবাজারে আগুন, পুড়লো কয়েকটি গোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট, শেরপুর:

শেরপুর শহরের নয়ানীবাজারে আগুন লেগে একাধিক গোডাউন পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) ভোরে নয়ানীবাজারের চেম্বার অব কমার্স কার্যালয়ের পাশে চাল হাটিতে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাজারে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে ডিসি অফিসের লেকের সামনে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের জানান, আগুনে ৩টি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাব, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এখনও জানা যায়নি তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে।

উল্লেখ্য, একমাস পূর্বে নয়ানীবাজারের এই গোডাউনের সামনের সড়কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লাগার ঘটনা ঘটে।

/এএম

  

Exit mobile version