Site icon Jamuna Television

ঈদের ছুটিতে চট্টগ্রাম ছাড়ছেন ঘরমুখো মানুষ

ফাইল ছবি

ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।

এ সময়, জামালপুরগামী বিজয় এক্সপ্রেস নির্ধারিত সময়ে না ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে পরিবার পরিজন নিয়ে আসা যাত্রীদের।

যাত্রীরা অভিযোগ করেন, ঈদের সময় অন্তত ট্রেনের শিডিউল ঠিকঠাক সময়ে ছাড়লে যাত্রা নির্বিঘ্ন হতো। সারাবছরের মতো বিজয় এক্সপ্রেস ট্রেনটির দেরি করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এর আগে, সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়ি এক্সপ্রেস সঠিক সময়ে ছেড়ে গেছে। অপরদিকে, যাত্রীদের কথা চিন্তা করে এবার ঈদ উপলক্ষ্যে চাঁদপুরগামী ২টি স্পেশাল ট্রেনও দেয়া হয়েছে।

/এএইচএম

Exit mobile version