Site icon Jamuna Television

লন্ডনে ফিরছেন ডা. জুবাইদা

একমাসের মাথায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করবেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে বাসা থেকে বেন হন তিনি। সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়েন জুবাইদা রহমান।

তার লন্ডনে যাওয়ার খবর নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং শামসুদ্দিন দিদার।

এর আগে, গত ৬ মে লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময়, তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ ১৪ জন। এর এক মাস যেতে না যেতেই ডা. জুবাইদা রহমান আবারও ফিরে গেলেন লন্ডনে। যদিও খুব দ্রুতই আবারও তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

/এএইচএম

Exit mobile version