Site icon Jamuna Television

৫০ রানে হেরেছে বাংলাদেশ

এভিন লুইসের ৩৬ বলের ৮৯ রানের ইনিংসে, বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে উইন্ডিজ। তাদের ১৯০ রানের জবাবে ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ।

উইন্ডিজের হয়ে তৃতীয় দ্রুততম ফিফটি তুলে উড়ন্ত শুরু এনে দেন এভিন লুইস। ৩০ বলে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন লুইস ও হোপ। হোপ ২৩ রান করে ফেরেন সাকিবের বলে। শেষদিকে, মাহমুদুল্লাহ-সাকিব ও মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯০ রানে অলআউট হয় ক্যারিবিয়রা। ম্যাচসেরা লুইস মাহমুদুল্লাহর বলে বোল্ড হওয়ার আগে ৮ ছক্কায় ৮৯ রান করেন। ৩ টি করে উইকেট নেন সাকিব, মোস্তাফিজ ও মাহমুদুল্লাহ। জবাবে প্রথম ২৭ বলে ৬৫ রান তুলে, ম্যাচ জয়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে কিমো পল একাই ধংসযজ্ঞ চালান। মাত্র ১৫ রান খরচায় ৫ উইকেট তুলে নেন কিমো পল। লিটন দাস সর্বোচ্চ ৪৩ রান করেন। ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল-হাসান।

Exit mobile version