Site icon Jamuna Television

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

লাখ লাখ মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। এখানে অবস্থান করাকেই মূল হজ বিবেচনা করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজের দ্বিতীয় দিনে নিয়ম অনুযায়ী সবাই জড়ো হয়েছেন আরাফাতের ময়দানে। সেখানেই এই ধ্বনির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে নিজেদের অবস্থানের কথা জানান দিচ্ছেন সারাবিশ্ব থেকে হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসলমানরা।

এর আগে, স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে, ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন তারা।

এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। যা বাংলাসহ ৩৪ ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে।

অপরদিকে, তীব্র তাপদাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এরপর মুজদালিফায় রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা।

এরপর ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন।

সবশেষ ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসলিম।

/এএইচএম

Exit mobile version