স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
বৃষ্টি উপেক্ষা করেই উত্তরের পথে বাড়ি ফিরছে হাজারও মানুষ। বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তুমুল বৃষ্টির কবলে পড়ে ঘরমুখো মানুষ। তবুও তাদের চোখেমুখে স্বস্তির হাসি, বাড়ি ফিরছে ভেবেই যেন তারা খুশি।
সরেজমিন কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলার সময় বগুড়াগামী মাসুদ রানা নামে এক যাত্রী বলেন, ঈদে যেভাবেই হোক বাড়ি যেতে হবে। তবে মহাসড়কে যানজটের মধ্যে এখন বৃষ্টির বাগড়া। খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে।
মামুন নামে আরেকজন বলেন, স্ত্রী ও বাচ্চা নিয়ে খোলা পিকআপে বাড়িতে যাচ্ছি। এরমধ্যেই বৃষ্টি এসেছে। কিছু করার নেই। মাথার ওপরে কাগজ দিয়ে বাড়ি যাচ্ছি।
এদিন সকালে অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়। ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট হয়। এতে থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, এখন মহাসড়কে ধীরগতিতে গাড়ি চলছে। তবে কোথাও থেমে নেই গাড়ি। ঢাকাগামী গাড়িগুলো গোলচত্ত্বর থেকে ভূঞাপুর দিয়ে ঢাকার দিকে পাঠানো হচ্ছে। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত দুই লেনে গাড়ি উত্তরের পথে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
/এমএইচ
Leave a reply