ফাইল ছবি।
আজ থেকে শুরু হয়েছে ঈদের টানা দশ দিন ছুটি। এরই মধ্য শিল্প ও বাণিজ্যিক এলাকায় বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়েছে ব্যাংকগুলোর শাখা। মিলছে বিভিন্ন ধরনের সেবা। মতিঝিল এলাকার বেশ কিছু শাখায় কার্যক্রম শুরুর আগে বেশ কিছু গ্রাহক ফটকে ভিড় জমায়। তবে সার্বিক বিবেচনায় গ্রাহক উপস্থিতি বেশ কম।
দীর্ঘ ছুটির সময়ে সব ব্যাংককে তাদের নিজস্ব ও অংশীদার প্রতিষ্ঠানের এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঈদের আগে নগদ টাকার চাহিদা সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন যেন কোনও বুথে টাকা শেষ না হয়ে যায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস সচল রাখার নির্দেশনাও আছে। ছুটির সময় প্রতিটি ব্যাংকে একটি বিশেষ টিম প্রযুক্তি সহায়তা দিতে সার্বক্ষণিক দায়িত্বে থাকছে।
/এমএন
Leave a reply