Site icon Jamuna Television

ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা কম: আবহাওয়া অধিদফতর

ঈদুল আজহার দিন ঢাকাসহ সারাদেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, ময়নসিংহ ও সিলেট বিভাগে অল্প পরিমানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৫ জুন) পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

তাতে বলা হয়, ঈদের দিন শনিবার (৭ জুন) চট্টগ্রাম, ময়নসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বর্জ্যসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ৭, ৮ ও ৯ জুন তাপমাত্রা বাড়বে। পরদিন ১০ তারিখ থেকে আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া, চলতি মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, ভারি বৃষ্টিপাত না হলে বন্যার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

/আরএইচ

Exit mobile version