Site icon Jamuna Television

আসামসহ উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, পানিবন্দী অন্তত ৭ লাখ

ভারতের আসাম ও উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। সাতটি রাজ্যে বন্যা ও বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে অন্তত ৪৪ জন। খবর, দ্য টাইমস অব ইন্ডিয়া’র।

সপ্তাহ ধরে চলা টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কেবলমাত্র আসামেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। রাজ্যের ২১ জেলায় বন্যার কবলে পড়েছেন প্রায় ৭ লাখের মতো মানুষ।

এছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামসহ নানা স্থানে হতাহতের খবরও পাওয়া গেছে।

ব্রহ্মপুত্র, বরাক, কুশিয়ারাসহ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৭টি নদীর পানি। বন্যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি, রেল এবং সড়ক যোগাযোগ। পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। তলিয়ে গেছে ঘরবাড়ি।

নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ।

/এমএইচআর

Exit mobile version