Site icon Jamuna Television

গতবারের মতো ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না: আইজিপি

গাজীপুর করেসপনডেন্ট:

যানবাহনে ধীরগতি থাকলেও কোথাও যাতে থেমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। তবে যাত্রী চাপ বেশি থাকায় গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম

বৃহস্পতিবার (৫ জুন) গাজীপুর চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ফলে সর্বোচ্চ চেষ্টা স্বত্বেও গাড়ি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবে ঈদযাত্রা যথাসম্ভব স্বস্তিদায়ক করতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় জটলার সৃষ্টি হচ্ছে। সড়কের মাঝখান থেকে গাড়িতে না ওঠার জন্য যাত্রীদের বুঝিয়ে বলা হচ্ছে। এক্ষেত্রে বল প্রয়োগ করা অমানবিক হবে।

/আরএইচ

Exit mobile version