Site icon Jamuna Television

ঈদযাত্রায় নৌপথে স্বস্তি

ঈদযাত্রায় খানিকটা স্বস্তিতে ঘরে ফিরছেন নৌপথের যাত্রীরা। বৃহস্পতিবার (৫ মে) সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ঘরমুখো যাত্রীদের ভিড়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা কমতে থাকে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সকালে যাত্রীচাপ থাকলেও দুপুরের দিকে চাপ খানিকটা কম। তবে বিকেল গড়ানের সাথে সাথে যাত্রী সংখ্যা বাড়ার আশা করছেন তারা।

যাত্রীরা জানান, নির্ধারিত সময়ের কিছু পরে ছাড়ছে লঞ্চগুলো। তবে ভাড়া নিয়ে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে, সদরঘাটের পন্টুন থেকে ৫ যাত্রী পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাদেরকে নিরাপদে উদ্ধার করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি আরও সতর্ক থাকার কথা জানিয়েছে তারা।

নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, নিরাপত্তা নিশ্চিতে যাত্রীদের লাগেজ চেক, বাড়তি ভাড়া আদায় বন্ধ ও যাত্রী হয়রানি রোধে তাদের টহল অব্যাহত রয়েছে। যাত্রীদের কোন অভিযোগ থাকলে হটলাইনে জানানোর আহ্বানও জানান তারা।

/এমএইচ

Exit mobile version