Site icon Jamuna Television

আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরু বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার গরুর দাম কম, মজুদও পর্যাপ্ত। তবে এবার আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরু কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ঈদের ছুটিতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

এদিকে, কুরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।

/এমএন

Exit mobile version