Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চরশাহী গ্রামে এ ঘটনা ঘতে কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, খাদিজা (২) এবং তাফসির (২)। নিহত খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে ও তাফসির শাহজাহানের ভাই ইমরানের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকালে দুই শিশু কোরবানির গরু দেখতে গিয়েছিল। একপর্যায়ে তারা বাড়ির সকলের চোখের আড়ালে পুকুর পাড়ে চলে যায়। পরে খোঁজাখুজি করলেও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর স্থানীয় একজন তাদের পুকুরে ভাসতে দেখে। শিশু দুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, পরিবারের অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। পরিবারে কোনও অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/আরএইচ

Exit mobile version