Site icon Jamuna Television

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৩৫

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ব্রিজে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ৩৫ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে চেরাগ আলী এলাকায় বিআরটিএ ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। 

এদিকে, দুর্ঘটনায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সুনিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত থেকে আসা নবাব সরকার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন আহত হন। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী জোনের ট্রাফিকের (টিআই) মো. সফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় বাস চালকদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version