গাজীপুরে পিকআপের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

|

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর: 

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান রাজিব (৪০) ময়মনসিংহের পাগলা থানার মধ্যলামকাইল গ্রামের বাসিন্দা ও পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

তিনি শ্রীপুরের মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এছাড়া একটি বহুজাতিক কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে রঙিলা বাজার থেকে এমসি বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক ছাত্রদল নেতা রাজিব। পথিমধ্যে আদিব ডাইং কারখানার সামনে পৌঁচ্ছামাত্রই পেছন থেকে একটি পিকআপ রাজিবের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পিকআপ চালক নাঈমকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পিকআপ ও চালককে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply