Site icon Jamuna Television

গরুর হাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় গরুর হাট ইজারার নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা অতিরিক্ত টাকা আদায়কারী চক্রকে চিহ্নিত করেন এবং তৎক্ষণাৎ ভুক্তভোগী অন্তত ৫০ জন ক্রেতার মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান করেন।

এসময় হাটে উপস্থিত লোকজন সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। সেনাবাহিনীর অভিযানের ফলে হাটে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে আসে বলে জানান স্থানীয়রা।

হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এমএইচআর

Exit mobile version