চুয়াডাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত প্রবাসী

|

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট: 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইখলাস হোসেন (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার কয়রাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজু ও মুসা নামে আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ইখলাস হোসেন আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের হুদাপাড়ার বাসিন্দা ইসরাইল আলীর ছেলে। আহত রাজু ও মুসাও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেলে ইখলাস, রাজু ও মুসা একসাথে মোটরসাইকেলে করে ভালাইপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কয়রাডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইখলাস প্রাণ হারান।

আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply