Site icon Jamuna Television

ড. ইউনূসের অপেক্ষায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন তিনি অধীর আগ্রহ নিয়ে ড. ইউনূসের অপেক্ষা করছেন। বৃহস্পতিবার (৫ জুন) বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্রিকলেনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করে একথা জানান। সাউথ বাই সাউথ ওয়েস্ট এই সম্মেলন ও ফেস্টিভ্যালের আয়োজন করে।

এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস‍্য আয়েশা কোরেশীর সাথে কথা বলেন রাজা। প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন, তিনি অধীর আগ্রহ নিয়ে ড. ইউনূসের অপেক্ষা করছেন। খুব শিগগিরই তাদের দেখা হচ্ছে। এছাড়া কথা দিয়েও এখনো বাংলাদেশ সফর করতে না পারায় দুঃখ প্রকাশ করেন এই বৃটিশ রাজা।

পরে তিনি স্থানীয় একটি চার্চ ও ঐতিহাসিক স্পিটালফিল্ড মার্কেট পরিদর্শন করেন।

/এএস

Exit mobile version