Site icon Jamuna Television

‘কালো মানিক’ গ্রহণ করেননি খালেদা জিয়া

খালেদা জিয়াকে উপহার দিতে আনা সোহাগ মৃধার ‘কালো মানিক’কে গ্রহণ করেননি খালেদা জিয়া। এলাকায় ফিরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে কালামানিককে নিয়ে বিএনপির চেয়ারপার্সনের গুলশান বাসভবনের সামনে নিয়ে যাওয়া হয়। এ সময় ডা. জাহিদ একথা জানান।

তিনি বলেন, গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। সোহাগ মৃধা ও তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এর আগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে কালো মানিক নিয়ে ঢাকা আসেন কৃষক সোহাগ মৃধা।

২০১৮ সালের শেষ দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের চৈতা বাজার থেকে মাত্র ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভী কিনেছিলেন সোহাগ। সেই গাভীর বাছুরই আজকের এই কালো মানিক। ছয় বছরের যত্ন আর কঠোর পরিশ্রমে আজ মানিক এক বিশাল ষাঁড়ে পরিণত হয়েছে। পশুটির ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

/এএস

Exit mobile version