Site icon Jamuna Television

ইকুয়েডরের সাথে গোলশূন‍্য ড্র ব্রাজিলের

ইকুয়েডর 0: 0 ব্রাজিল

ওয়ার্ড কাপ কোয়ালিফায়ারসে ইকুয়েডরের মাঠে গোলশূন্য ড্র করে ব্রাজিল। আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে জয় আশা করেছিল ব্রাজিল ভক্তরা।

বল দখল, গোলের উদ্দেশ্যে শট ও সুযোগ তৈরি—প্রতিটি সূচকেই এদিন এগিয়ে ছিলো ইকুয়েডর। ৫৩% বলের দখলের পাশাপাশি টার্গেটে শটও ব্রাজিলের চেয়ে একটি বেশি ছিলো দলটির। শুধু তাই নয় সেলেসাওদের চেয়ে গোলের উদ্দেশ্যে অন্তত চারটি বেশি শট নিয়েছে ইকুয়েডর। পাসিং অ্যাকুরেসিতেও পিছিয়ে ছিলো আনচেলত্তি শিষ্যরা।

ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে ইকুয়েডরের। ২২ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম সুযোগ তৈরি করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তার নেয়া শট ফিরিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক গানসালো ভাইয়।

মিনিট পাঁচেকের মধ্যে ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি নষ্ট করে ইকুয়েডর। ফাঁকা পোস্ট পেয়েও শট লক্ষ্যে রাখতে ব্যর্থ দলের আক্রমণভাগ।

বিরতির পর আরও ছন্দহীন ব্রাজিল শিবির। ভালো দু’টি সুযোগ নষ্ট না হলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো ইকুয়েডর। বেশ কিছু পরিবর্তন এনেও দলকে ছন্দে ফেরাতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। ড্রয়ের হতাশার চেয়ে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডকে বেশি ভাবাবে শিষ্যদের বিবর্ণ পারফরমেন্স।

বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে এটি পঞ্চম ড্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ২২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থান ধরে রেখেছে তারা। আর ২ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে অবস্থান ইকুয়েডের।

/এআই

Exit mobile version