Site icon Jamuna Television

প্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান

নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে উজবেকিস্তান ও জর্ডান। এশিয়ান অঞ্চলের লড়াই থেকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে এই দুই দল।

বৃহস্পতিবার (৫ জুন) এশিয়ার অঞ্চলের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে উজবেকিস্তান। আর তাতেই ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশটি। এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান।

এদিকে, ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জর্ডান ও দক্ষিণ কোরিয়া। ওমানকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জর্ডান। আর ইরাককে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে টানা ১১বার বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিলো দক্ষিণ কোরিয়া।

/এআই

Exit mobile version