Site icon Jamuna Television

সদরঘাটে ছুটছে মানুষ, ছাড়ছে লঞ্চ

ফাইল ছবি

ঈদের আগে শেষদিন। পরিবারের সাথে ঈদ উদযাপন আর আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড়। সড়ক-রেলপথের মতো শেকড়ের টানে নদীপথে খানিকটা স্বস্তি নিয়ে বাড়ি ছুটছেন রাজধানীবাসী।

আজ শুক্রবার (৬ জুন) ভোর থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ২৮টি লঞ্চ ছেড়ে গেছে। যার অধিকাংশই ছুটে গেছে ইলিশা, চাঁদপুর, লালমোহনে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আজ বিকেল ৩টা পর্যন্ত ৩৫টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ও রাতে সবচেয়ে বেশি লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) ১৩৭টি লঞ্চ যাত্রী নিয়ে সদরঘাট ছাড়ে।

/এএম

Exit mobile version