Site icon Jamuna Television

পুটি-কাতলা-রুই, কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। পুটি, কাতলা, রুই, কাউকে ছাড় দেয়া হবে না। আইন সবার জন্য সমান। এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শুক্রবার (৬ জুন) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটনি নেই। পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

তিনি নাগরিকদের উদ্দেশ করে বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ দেবেন। কোনো থানা মামলা না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, লঞ্চ ছেড়ে যাওয়ার সময় নিয়ে যারা যাত্রীদের সাথে প্রতারণা করে কালক্ষেপণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। দুই-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়।

উপদেষ্টা আরও বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে লঞ্চের টিকিট। দুই-একটি বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। গত ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ। যেসব লঞ্চে ৮ লাখ দক্ষিণাঞ্চলের যাত্রী ঘরে ফিরেছেন বলে জানান তিনি।

/এএম

Exit mobile version