রাজধানীতে গরুর হাটে সরবরাহ কম, ক্রেতাও কম

|

শেষ মুহুর্তে কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে রাজধানীর হাটগুলোতে। ছোট-মাঝারি পশু রাখার নির্ধারিত জায়গাগুলো আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকেই খালি। তাই কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না বলে অভিযোগ অনেক ক্রেতার।

রাজধানীর গরুর হাটগুলোয় শেষ মুহুর্তে গরু সরবরাহ কম। তবে শেষ দিনে হাটে ক্রেতার সংখ্যাও কম। পশু যাও মিলছে, সেগুলোর দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে দুই এক হাজার টাকা কম কিংবা বেশি-পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। ক্রেতারা বলছেন, এখন আর দেখাদেখির সময় নেই। পছন্দ হলে বাজেটের আশেপাশের দামে কিনছেন তারা।

আজ রাজধানীর বেশিরভাগ গরুর হাট ঘুরে দেখা গেছে পশুর সংকট রয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতের মধ্যে বেশিরভাগ ক্রেতারাই কোরবানির গরু সংগ্রহ করেছেন। যে কারণে ঈদের আগের দিনের শুরু থেকে হাটগুলোয় কোরবানির পশুর সংকট দেখা দিয়েছে। তবে কোরবানির পশু সংকটের সুযোগে শেষ দিনে বিক্রেতাদের চড়া দামও হাঁকাতে দেখা যাচ্ছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply