Site icon Jamuna Television

ঢাকায় ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত দুই সিটি করপোরেশন

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহায় রাজধানীর দুই সিটি করপোরেশন কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এই কাজে নিয়োজিত থাকবে প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্নতাকর্মী।

কোরবানির দিন (৭ জুন) বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া, হটলাইন চালু রাখা হবে, যাতে নাগরিকরা যেকোনো সময় বর্জ্য সংক্রান্ত তথ্য দিতে ও নিতে পারেন।

পলিব্যাগ বিতরণ করছেন উত্তর সিটি করপোরেশনের এক কর্মী

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা।

ধারণা করা হচ্ছে, এ বছর রাজধানী ঢাকায় প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে অর্ধ লাখ টনের বেশি বর্জ্য উৎপন্ন হবে।

/এএম

Exit mobile version