Site icon Jamuna Television

রাজনীতি, বিসিবি ও মাঠে ফেরা নিয়ে যা জানালেন তামিম

রাজনীতির জন্য আমি তৈরি না; তাই কখনও আমাকে সেই সেক্টরে দেখা যাবে না— এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সব ঠিকঠাক থাকলে আগামী বছর বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান দেশসেরা এ ওপেনার।

যমুনা টিভিকে তামিম বলেন, আমি রাজনীতিতে আসছি না। বিষয়টা এমন না, আমি রাজনীতি খুবই অপছন্দ বা ঘৃণা করি। রাজনীতির মাধ্যমেই সুযোগ থাকে বড় পরিসরে দেশের পরিবর্তন ও উন্নতিতে অংশ নেয়ার। যারা রাজনীতিবিদ আছেন, তারা এই সেক্টরের জন্য যথেষ্ঠ যোগ্য। আমি মনে করি না, আমি এর জন্য তৈরি আছি। এই কারণেই আমি রাজনীতিতে কখনোই আসবো না। আমার কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও এটি জানে।

যমুনা টিভিতে সাক্ষাৎকার দেয়ার সময় তামিম ইকবাল

মাঠের ক্রিকেটে কবে নাগাদ দেখা যাবে তামিমকে? এমন প্রশ্ন সবার। এর জবাব দিলেন তামিম নিজেই। বলেন, সবকিছু যদি ভালোভাবে চলে, আগামী বিপিএলেই আমি খেলবো। এখন পর্যন্ত শারীরিকভাবে আমি ভালোই আছি। পরের মাসে কিছু টেস্ট আছে। আশা করছি, মাঠে না ফেরার কোনো কারণ নেই।

ক্রিকেট প্রশাসন বা বিসিবিতে তামিমের অভিষেক হচ্ছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, অনেক কিছুর ওপর এটি নির্ভর করে। বোর্ডে অন্তত দুই ডজনেরও বেশি পরিচালক থাকে। বিসিবিতে এমন পরিচালকের মধ্যে কয়েকজন আছেন, যারা ক্রিকেটের ভালো চান না, বরং ক্ষতির কারণ। তেমন বোর্ডে তামিম যাবেন না বলে জানান।

/এমএইচআর

Exit mobile version