Site icon Jamuna Television

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট, ধীরগতিতে চলছে যানবাহন

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। শুক্রবার (৬ জুন) ভোর সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।

যাত্রীরা জানান, রাতভরই মহাসড়কে থেমে থেমে যান চলাচল করেছে। আটকা পড়ে পশুবাহী শতাধিক গাড়ি। এছাড়া, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সৃষ্টি হয় যানজট।

নাদিয়া আক্তার নামে এক বাসযাত্রী বলেন, গতকাল রাত ৯টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছি। এখন দুপুর ১টা, টাঙ্গাইলই পার হতে পারলাম না। কখন বাড়ি ফিরব, তার ঠিক নেই।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ধীরগতিতে গাড়ি চলাচল করছে। গাড়িগুলো দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুর ওপরে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। সেগুলো অপসারণে সময় লাগায় যানজট তৈরি হয়।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সারাদিনই ছিল তীব্র যানজট।

/এসআইএন

Exit mobile version