বাংলাদেশের ফুটবলে যেন নবজোয়ার ঘটেছে। জাতীয় দলকে নিয়ে ফুটবল ভক্তদের প্রত্যাশাতেও এসেছে ইতিবাচক পরিবর্তন। মহাদেশীয় ও বৈশ্বিক আসরের শিরোপা জিততে চায় তারা। এই বাঁকবদলে যে ক’জন ফুটবলারের নাম আসে, তার মধ্যে অন্যতম শমিত সোম। বাংলাদেশের জার্সিতে তার অভিষেক এখন সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশ দল, সতীর্থদের পারফরম্যান্স, পরের ম্যাচে জয় পাওয়া— এসব নিয়ে কথা বলেছেন কানাডা প্রবাসী এ ফুটবলার।
শুক্রবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অকপটে কথা বলতে দেখা যায় শমিতকে।
ভুটান ম্যাচে না খেললেও মাঠে বসেই খেলা দেখেছেন শমিত। আর তাতেই দলের সাথে মাঠে নামতে মুখিয়ে আছেন এ মিডফিল্ডার। বলেন, আমি খুবই খুশি দেশে আসতে পেরে। মিডফিল্ড পজিশনে যারা খেলবেন, তাদের সাথে বল পাসিংয়ে ভালো বোঝাপোড়া হবে বলে আশা করি।
সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগে যা ভালো অভিজ্ঞতা হিসেবে কাজ করবে বলে মত শমিতের। বলেন, ভুটান ম্যাচে দল খুবই ভালো করেছে। বাংলাদেশের ফুটবল ভক্তরাও দারুণ। দলের সাথে যুক্ত হবার পাশাপাশি অনুশীলনে নামা ও সিঙ্গাপুর ম্যাচ খেলতে মুখিয়ে আছি।
এরই মধ্যে দলকে কিভাবে সাহায্য করতে পারবেন তা নিয়ে কাজ শুরু করেছেন এ মিডফিল্ডার। দ্রত সতীর্থদের সাথে মানিয়ে নেয়ার চেষ্টাও চালাচ্ছেন তিনি।
উল্লেখ্য, দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচ রাঙাতে অপেক্ষার শেষ প্রহর গুনছেন শমিত। আগামী মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। দেশের জার্সিতে সেই ম্যাচেই দেখা যেতে পারে শমিতকে।
/এমএইচআর
Leave a reply