Site icon Jamuna Television

গাইবান্ধায় বাসচাপায় নিহত অটোরিকশার ৩ যাত্রী

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

শুক্রবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গার দোকান ঘর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে দোকান ঘর এলাকার তৌহিদুল চেয়ারম্যানের ইটভাটার সামনে বাসটি এলে বিপরীত থেকে আসা পলাশবাড়ীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালকসহ ৩ জন নিহত হয়। আহত হয় আরও দুজন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। চালকসহ নিহত ও আহতরা আটোরিকশার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের শনাক্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গেল ২৪ ঘণ্টায় এ নিয়ে গাইবান্ধা জেলায় সড়কে মৃত্যু হয়েছে মোট ৬ জনের।

/এএম

 

Exit mobile version